বরিশাল সেরানিয়াবাত ডিগ্রি কলেজের শিক্ষার্থী আবদুল্লাহ হৃদয়কে নির্যাতন করে হত্যা করা হয়েছে এমন দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় থানার সামনে বিক্ষোভ করেছে তার স্বজন ও সহপাঠীরা। শুক্রবার বেলা ১১টায় এ বিক্ষোভ করেন তারা। পরে হত্যার তদন্ত ও অপরাধীদের দ্রুত সময়ের মধ্যে চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তির দাবিতে কলাপাড়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। এতে স্বজন, বন্ধু-বান্ধব ও শত শত এলাকাবাসী অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে বক্তব্য রাখেন হৃদয়ের ছোট ভাই আবদুল্লাহ রাব্বি, আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের সাবেক সভাপতি নজরুল ইসলাম, সালাউদ্দিন, তুষারসহ আরও অনেকে।
বক্তারা আগামী ৭২ ঘণ্টার মধ্যে হৃদয় হত্যায় জড়িত সকলকে গ্রেফতার ও হত্যার কারন অনুসন্ধানে প্রশাসনের কাছে দাবি করেন।
বিডি প্রতিদিন/এএ