বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালনের সময় শিক্ষকদের সাথে হাতাহাতির ঘটনা ঘটে। এতে চার শিক্ষার্থী আহত হয়েছে। তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ মঙ্গলবার (৬ মে) সকালে এ ঘটনা ঘটে।
শিক্ষার্থী পিউ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নীতিমালা অনুযায়ী শিক্ষক নিয়োগসহ ৬ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা অবস্থান নেয়। এ সময় কলেজের শিক্ষক ও পোস্ট গ্রাজুয়েটরা তাদের কর্মসূচিতে বাধা দেন এবং হামলা করে। এতে চারজন শিক্ষার্থী আহত হয়েছে। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কলেজ অধ্যক্ষ হোসনেয়ারা আক্তার জানায়, ‘শিক্ষার্থীদের সামনে পরীক্ষা থাকায় তারা অফিস রুমে প্রবেশ করতে চাইলে শিক্ষার্থীরা ধাক্কা দিয়ে শিক্ষকদের ফেলে দেয়।’
বিডি প্রতিদিন/জামশেদ