নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্ত্রী সুলেখাকে (৪০) গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে স্বামী রব মিয়ার (৬০) বিরুদ্ধে। বুধবার সকালে আড়াইহাজারের হাইজাদী ইউনিয়নের নারান্দী পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটনা ঘটে। নিহত সুলেখা নয়পাড়া এলাকার আব্দুলের মেয়ে এবং ৪ জন কন্যা সন্তানের জননী। সেই সাথে ঘাতক স্বামী রব মিয়া নারান্দী এলাকার মৃত চান্দু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, বাড়ীর লোকজন সকালে নিহতের ঘরে গিয়ে দেখতে পায় যে, নিহতের লাশ গলাকাটা অবস্থায় বিছানায় পড়ে আছে এবং তার স্বামী রক্তমাখা ধারালো ছুরি এবং পবিত্র ক্বোরআন শরীফ সামনে নিয়ে লাশের পাশে বসে আছে। রব মিয়া দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন বলে এলাকাবাসি জানায়।
এ খবর জানাজানি হলে নিহতের বাড়ীতে শত শত জনতা ভীর করে এবং পুলিশ ও স্থানীয় মিডিয়াকে জানায়। সঙ্গে সঙ্গে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বামীকে নিহতের লাশের পাশে ওই অবস্থায় দেখতে পায়। সেই সাথে পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণের ব্যবস্থা করছেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত (ওসি) এনায়েত হোসেন বলেন, সংবাদ পেয়ে আমিসহ থানা পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছি। লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। অভিযুক্ত রব মিয়াকে ঘরেই পাওয়া গেছে, তাকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা
বিডি প্রতিদিন/এএম