ঝিনাইদহের কালিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ ৫ জন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৯ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার কাশিপুর গ্রামের মাঠপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মোহাম্মদ জুয়েল হোসেন (৩০), জিহাদ হোসেন (২২), জাবের হোসেন (২৪), মনিরুজ্জামান (৩০) ও আরাফাত হোসেন (২২)।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার এ তথ্য নিশ্চিত করে জানান, বিশেষভাবে লুকানো অবস্থায় ৫০ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবা এবং আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, রবিবার (২০ এপ্রিল) তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ