রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিএনপির নেতাকর্মীরা দলের ঘোষিত ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেছেন।
রবিবার (২০ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার শহরের বিভিন্ন পয়েন্টে এ লিফলেট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হোসেন খান, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আজম চুন্নু, সাবেক দপ্তর সম্পাদক মাসুদুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজানসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।
লিফলেট বিতরণ শেষে চৌরাস্তা মোড়ে বক্তব্য রাখেন নেতারা। তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালের জুলাই মাসে জনগণের স্বার্থে এই ৩১ দফা ঘোষণা করেছিলেন। এতে নাগরিক অধিকার, ন্যায়ের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা, ও বৈষম্যহীন সমাজ গঠনের প্রতিশ্রুতি রয়েছে।
তারা আরও বলেন, বর্তমান সরকার নির্বাচন নিয়ে নানা ধরনের মন্তব্য করছেন। আমরা সাধারণ জনগণকে বিএনপির দফাসমূহ জানাচ্ছি যাতে তারা বুঝতে পারে বিএনপি ক্ষমতায় গেলে কিভাবে রাষ্ট্র পরিচালিত হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ