বগুড়ায় ১৪ বছর বয়সী কিশোর সিফাত হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মো. কামরুলকে (৩২) গ্রেফতার করেছে র্যাব। শনিবার রাত ১২টার দিকে বগুড়া র্যাব-১২ ও র্যাব-৪ এর যৌথ অভিযানে ঢাকার আশুলিয়ার গনকবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার কামরুল বগুড়ার গাবতলী উপজেলার উঞ্চুরখী গ্রামের মোন্তেজারের ছেলে। র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এম আবুল হাশেম সবুজ রবিবার (২০ এপ্রিল) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তি জানানো হয়, সম্পত্তি নিয়ে দ্বদ্বের জেরে কিশোর সিফাতকে হত্যা করা হয়েছে। নিহত সিফাত বগুড়ার গাবতলী উপজেলার উঞ্চুরখী গ্রামের বাসিন্দা। একই এলাকার তৃতীয় লিঙ্গের ইমরান হোসেন হাদু (৩৫) এর সঙ্গে সিফাতের সুসম্পর্ক ছিল। চলতি বছরের ৮ মার্চ রাত ৯টার দিকে উঞ্চুরখী উত্তরপাড়ায় ইমরান হোসেন হাদুর নিজ শয়নকক্ষে সিফাতকে গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরদিন নিহতের বাবা গাবতলী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে ইমরান হোসেন হাদুকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এম আবুল হাশেম সবুজ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি যে, মামলার প্রধান পলাতক আসামি মোঃ কামরুল আশুলিয়ায় আত্মগোপনে রয়েছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রবিবার গ্রেফতার কামরুলকে গাবতলী থানায় হস্তান্তর করা হয়।
বিডি প্রতিদিন/এএম