রাজশাহীতে মাসুদ রানা (৩৪) নামে এক পুলিশ কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে পুলিশ সূত্র জানিয়েছে।
মৃত মাসুদ রানা নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার পাঁচশিশা এলাকার মৃত আবদুল মজিদের ছেলে। রবিবার ভোরে নগরীর ভেড়িপাড়া এলাকার জেলা পুলিশ লাইন্স ব্যারাকের টয়লেট থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি টয়লেটের জানালার সঙ্গে গলায় ফাঁস দেন।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বলেন, কনস্টেবল মাসুদ রানার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি বাগমারা জুগিপাড়া তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। অসুস্থতাজনিত কারণে তিনি রাজশাহী বিভাগীয় পুলিশ হাসপাতালে চিকিৎসা নেন। চিকিৎসা শেষে পুলিশ লাইন্সের ব্যারাকে অবস্থান করেছিলেন।
ওসি আরও বলেন, তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষ লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল