“জনতার অধিকার, আমাদের অঙ্গীকার”-এই শ্লোগানে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় শোডাউন করেছে গণঅধিকার পরিষদ।
রবিবার (২০ এপ্রিল) উপজেলার তারাশী বাসস্ট্যান্ড থেকে গণঅধিকার পরিষদ কোটালীপাড়া উপজেলা শাখার আহ্বায়ক আবুল বাশার দাড়িয়ার নেতৃত্বে মাহিন্দ্র, ইজিবাইক ও শতাধিক মোটরসাইকেল নিয়ে নেতাকর্মীরা শোডাউন করেন। পরে শোডাউনটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনায় বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের ঢাকা মহানগর উত্তরের প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী রনি, গোপালগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক নেয়ামুল হক নয়ন, কোটালীপাড়া শাখার আহ্বায়ক আবুল বাশার দাড়িয়া, যুগ্ম আহ্বায়ক জালাল দাড়িয়া, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোল্লা ইব্রাহিম, ও জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মহিবুল্লাহ দাড়িয়া তুহিনসহ সিনিয়র নেতৃবৃন্দ।
আহ্বায়ক আবুল বাশার দাড়িয়া বাসু বলেন, গণঅধিকার পরিষদকে কোটালীপাড়ায় শক্তিশালী করতে আমরা বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছি। এরই অংশ হিসেবে আজকের এই শোডাউন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ