গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার বর্ষাপাড়া গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোটালীপাড়া উপজেলা শাখার উদ্যোগে ১৫ দিনব্যাপী ‘গণসংযোগ পক্ষ’ উপলক্ষে এক সাধারণ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালগঞ্জ জেলা শাখার আমির ও গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসন থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা রেজাউল করিম।
সভায় আরও বক্তব্য রাখেন কোটালীপাড়া উপজেলার আমির গাজী সুলাইমান, উপজেলা নায়েবে আমির মিজানুর রহমান, উপজেলা সেক্রেটারি মাওলানা ফরিদ উদ্দিন মাসুদসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রেজাউল করিম বলেন, জামায়াতে ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে। সৎ, যোগ্য, আদর্শ এবং খোদাভীরু নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য জামায়াতের কোনও বিকল্প নেই।
অনুষ্ঠান শেষে স্থানীয় অনেক সাধারণ মানুষ আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন। সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তি, কর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ