ক্রাফট ইন্সট্রাকটর ও জুনিয়র ইন্সট্রাকটর পদে পদোন্নতি বাতিলসহ ছফদফা দাবিতে সারা দেশের ন্যায় সিরাজগঞ্জে সমাবেশ করেছে সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
আজ রবিবার বেলা ১১ টার দিকে সিরাজগঞ্জ পৌর শহরের কাঠেরপুলের রাস্তা দখল করে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের ব্যানারে এ সমাবেশ করা হয়।
এ সময় তারা দাবি আদায়ের জন্য বক্তব্য প্ল্যাকার্ডে প্রদর্শন করেন। লেখা সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে ‘আমি কে তুমি কে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারি, ‘তেরোর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘দেশ গড়ার হাতিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার,’ ‘ এক হও এক হও, পলিটেকনিক এক হও’সহ নানা স্লোগানে দেওয়া হয়।
শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে-ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তি বন্ধ, সব শূন্য পদে দক্ষ শিক্ষক ও ল্যাব সহকারী নিয়োগ, হাই কোর্টের রায় প্রত্যাহার, নিয়োগবিধি সংশোধন, আলাদা কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠা এবং পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউট থেকে পাস করা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে একটি উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপন।
বিডি প্রতিদিন/জামশেদ