গাজীপুরের কালীগঞ্জ ও কাপাসিয়ায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, কালীগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বড়নগর গ্রামের মৃত রজব আলীর ছেলে শুক্কুর আলী (৫৫) এবং কাপাসিয়া উপজেলার ভুলেশ^র গ্রামের আব্দুল আউয়ালের ছেলে ইফাজ উদ্দিন (৬০)।
কালীগঞ্জ থানার ওসি মো: আলাউদ্দিন ও স্থানীয়রা জানান, কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়নের টেক মানিকপুর গ্রামের শ্বশুরবাড়িতে স্ত্রী সন্তান নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন শুক্কুর আলী। বুধবার দুপুরে তিনি বাড়ির পাশের কৃষি জমিতে কাজ করছিলেন। এসময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ ও এলাকাবাসী জানান, বুধবার বেলা আড়াইটার দিকে কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের ভুলেশ্বর গ্রামের একটি উন্মুক্ত মাঠে গরু চড়ানোর সময় হঠাৎ বজ্রপাতে ইফাজ উদ্দিন গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এএম