বর্ণাঢ্য আয়োজনে মানিকগঞ্জে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ সোমবার সকাল ৮ টায় শহরের বেউথা থেকে আনন্দ দৌড় শুরু হয়ে মানিকগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।
দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা। এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশগ্রহণ করেন। পরে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
বিডি প্রতিদিন/মুসা