মেহেরপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে বরণ করা হচ্ছে বাংলা নববর্ষকে। সোমবার সকাল ৮টায় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে জাতীয় সংগীত ও এসা হে বৈশাখ গানের মধ্যে দিয়ে বৈশাখী অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে সেখান থেকে একটি বর্ষবরন আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি জেলা প্রশাসক সিফাত মেহনাজ এর নেতৃত্বে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ শামসুজ্জোহা পার্কে গিয়ে শেষ হয়। অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল আব্দুল করীম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলামসহ সরকারী-বেসরকারী কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক সংগঠনের সদসস্যসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ শোভাযাত্রায় অংশ নেয়। পরে শহীদ সামসুজ্জোহা পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠান ও দুদিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করা হয়।
বিডি প্রতিদিন/এএম