বরগুনার আমতলী পৌর শহরে হারিয়ে যাওয়া একটি পার্সিয়ান প্রজাতির সাদা বিড়ালটির সন্ধানে মাইকিং করেছেন সানাউল্লাহ নামের এক যুবক। বিড়ালটির ছোট ছোট সাতটি বাচ্চা রয়েছে। তাদের প্রাণ বাঁচাতে মা বিড়ালের সন্ধানে মাইকিং করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
শনিবার (১৯ এপ্রিল) দুপুর দেড়টার দিকে আমতলী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের টিএনটি রোড এলাকার একটি বাসা থেকে বিড়ালটি বেরিয়ে গিয়ে আর ফিরে আসেনি। এরপর রাত সাড়ে ৯টার দিকে শহরের বিভিন্ন স্থানে মাইকিং করা হয়।
মাইকিংয়ে বলা হয়, শনিবার দুপুরে একটি সাদা পার্সিয়ান বিড়াল হারিয়ে গেছে। বিড়ালটির সাতটি ছোট বাচ্চা রয়েছে। মা বিড়ালটি না ফিরলে বাচ্চাগুলোর প্রাণহানি হতে পারে। কেউ বিড়ালটির সন্ধান পেলে মালিক সানাউল্লাহর সঙ্গে যোগাযোগের অনুরোধ জানানো হয়।
এ বিষয়ে জানতে চাইলে মো. সানাউল্লাহ বলেন, ‘এখনও পর্যন্ত মা বিড়ালটির সন্ধান পাওয়া যায়নি। কারও কাছে থাকলে বা কেউ আটকে রাখলে দয়া করে ছেড়ে দিন। না হলে বাচ্চাগুলো বাঁচানো সম্ভব হবে না।’
তিনি আরও বলেন, ‘প্রায় দেড় বছর আগে বিড়ালটি বাসায় আনা হয়েছিল। শনিবার দুপুরে ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর আর ফেরেনি। পরে মাইকিং করি। ধারণা করা হচ্ছে, বিড়ালটি কেউ আটকে রেখেছে।’
বিডি প্রতিদিন/আশিক