গাজীপুরের কাপাসিয়া উপজেলার উজলী দিঘীরপাড় জে. ইউ. আলিম মাদ্রাসার অধ্যক্ষ কর্তৃক প্রস্তাবিত তিনজনের বাইরে এডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ায় অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এতে এডহক কমিটি বাতিল ও অধ্যক্ষ কর্তৃক প্রস্তাবিত ব্যক্তিদের মধ্যে থেকে সভাপতি মনোনয়নের দাবিতে গণস্বাক্ষর করা হয়েছে। জানা গেছে, গত ৭ এপ্রিল এডহক কমিটি গঠনের জন্য সভাপতি হিসেবে যথাক্রমে মো. সাইফুল ইসলাম, মো. নুরুজ্জামান এবং আক্তার হোসেনের নাম সুপারিশ করেন অধ্যক্ষ।
এর আগে, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ একমত হয়ে ওই তিনজনের নাম সুপারিশ করার জন্য অধ্যক্ষকে অনুরোধ জানানো হয়। তবে অজ্ঞাত কারণে উল্লেখিত তিনজনের বাইরে আওয়ামী ফ্যাসিবাদ পরিবারের একজনকে গত ১৭ এপ্রিল সভাপতি মনোনীত করার অভিযোগ করেন স্থানীয়রা।
এতে স্থানীয় ব্যক্তিবর্গ ও অভিভাবকরা হতাশ ও ক্ষুব্ধ হয়েছেন। অধ্যক্ষ কর্তৃক সুপারিশকৃত তিনজনের বাইরে আওয়ামী লীগের দোসরকে সভাপতি থেকে না সরালে এলাকার মানুষ বৃহত্তর আন্দোলনের ডাক দিতে বাধ্য হবে বলে শোনা যাচ্ছে।
এ বিষয়ে অধ্যক্ষ মোহাম্মদ আকবর আলী শেখ বলেন, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা আমার কাছে গণস্বাক্ষর করে একটি চিঠি দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে কমিটি পুনর্বিবেচনার জন্য আবেদন করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/শআ