মুন্সিগঞ্জের গজারিয়ার তেতৈতলা পুরাতন ফেরিঘাট এলাকায় বাল্কহেড থেকে পড়ে গিয়ে আতাবর (৬৫) নামের এক নৌযান শ্রমিক নিখোঁজ হয়েছেন। তিনি ঢাকার ধামরাই উপজেলার ফুলতলা গ্রামের বাসিন্দা।
রবিবার (২০ এপ্রিল) বিকেল ৫টার দিকে একটি পাথরবোঝাই বাল্কহেড ধাক্কা দিলে তিনি মাথায় আঘাত পেয়ে পানিতে পড়ে যান। সহকর্মীরা সঙ্গে সঙ্গে খোঁজাখুঁজি শুরু করলেও সন্ধ্যা পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি।
গজারিয়া ফায়ার সার্ভিস ইনচার্জ রিফাত মল্লিক জানান, ডুবুরি দলের সহায়তায় পরদিন (সোমবার) সকালে উদ্ধার অভিযান চালানো হবে। নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুব আলম জানিয়েছেন, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ