রংপুরে মোটরসাইকেল থেকে পড়ে বাসের চাপায় আসওয়াদ হাসান আরাভ (১৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ১১টার দিকে নগরীর সাতমাথা চায়না হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরাভ রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্র। তিনি নগরীর নিউ শালবন এলাকার সুমন হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে একটি মোটরসাইকেলে আরাভ, তার বন্ধু সিয়াম ও রায়হান কাউনিয়া তিস্তা রেল ব্রিজ এলাকায় ঘুরতে যায়। ফেরার পথে রাত ১১টার দিকে তারা সাতমাথা চায়না সিনেমা হলের কাছে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে তিন বন্ধু রাস্তায় ছিটকে পড়ে যায়।
এ সময় পেছন থেকে আসা একটি বাস আরাভকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এবং সিয়ামের পায়ের ওপর দিয়ে চলে যায় বাসটি। এ ঘটনায় গুরুতর আহত সিয়ামকে রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
মাহিগঞ্জ থানার ওসি আব্দুল কুদ্দুস বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/মুসা