জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, মানুষের সেবা করতে হলে প্রথমে নিজেদের মনের সংকীর্ণতা কাটিয়ে একে অপরের প্রতি সহানুভূতি এবং দয়া প্রকাশ করতে হবে।
তিনি মনে করেন, রমজান মাসের মূল উদ্দেশ্য হলো আল্লাহর কাছে তাকওয়া অর্জন করা এবং সকল নেতিবাচক কাজ থেকে নিজেকে দূরে রাখা।
সোমবার পঞ্চগড় কেন্দ্রীয় ঈদগা ময়দানে ঈদের নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলি করার পর তিনি এই কথা বলেন।
সারজিস আলম তার বক্তব্যে আরও বলেন, ‘পৃথিবীর বিভিন্ন জায়গায় মুসলিমরা অত্যাচারিত হচ্ছেন। ভারতে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী, ফিলিস্তিন এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোসহ মিয়ানমারে মুসলিমরা মজলুম অবস্থায় রয়েছেন।’
তিনি বলেন, ‘আমরা তাদের জন্য দোয়া করি এবং পৃথিবীর সকল মানুষের জন্য দোয়া করি, যাতে আমরা আমাদের সংকীর্ণতা কাটিয়ে একে অপরের কল্যাণে কাজ করতে পারি।’
বিডি প্রতিদিন/আরাফাত