পঞ্চগড়ের বোদা উপজেলার বোয়ালমারী এলাকার করতোয়া নদীতে হিন্দু ধর্মাবলম্বীদের তিন দিনব্যাপী বারুনী স্নান উৎসব শুরু হয়েছে। উত্তরাঞ্চলের কয়েক লাখ হিন্দু সম্প্রদায়ের পুণ্যার্থী ও সাধু সন্ন্যাসী করতোয়া নদীর উত্তরমুখী স্রোতে স্নান শুরু করেছে। বৃহস্পতিবার ভোর থেকে এই স্নান উৎসব শুরু হয়।
সনাতন ধর্মমতে, চৈত্রের মধুকৃষ্ণা ত্রিদশী তিথির এই তিন দিনে নদীর উত্তরমুখী স্রোতে স্নান করলে পাপমোচন হয়। দেহ-মন পরিশুদ্ধ করতে অনেকে মাথার চুল বিসর্জন দেন। সেই সঙ্গে পূজা-অর্চনা করেন। স্নানমন্ত্র পাঠ করে হাতে বেলপাতা, ফুল, ধান, দূর্বাঘাস, হরীতকী, কলা প্রভৃতি অর্পণের মাধ্যমে স্নান সম্পন্ন করেন তারা। পুন্যার্থীরা পরোলোকগত পিতা মাতার জন্য প্রার্থনা করেন। জেলাসহ উত্তরাঞ্চলের লাখো সনাতন ধর্মাবলম্বীরা এতে অংশ নেয়।
এই পূণ্যস্নান উপলক্ষে এখানে তিন দিনব্যাপী মেলা বসেছে। মেলায় হাজার হাজার দর্শকের উপস্থিতি লক্ষ্য করা গেছে। স্থানীয় মন্দির কমিটি এই মেলার আয়োজন করে। বোদা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই মেলার সার্বিক তত্ত্বাবধানসহ নিরাপত্তা জোরদার করা হয়েছে।
মেলা কমিটির আহ্বায়ক ও জেলা হিন্দু বৌদ্ধ, খ্রীস্টান কল্যান ফ্রন্টের সদস্য সচিব অন্নপ্রসাদ বর্মন বলেন, মুসলিম সম্প্রদায়ের এখন সিয়াম সাধনার মাস। আর সনাতন ধর্মাবলম্বীদের চলছে বারুনী পুন্য স্নান উৎসব। দুটো ধর্ম আলাদা হলেও আমাদের জন্য এই মাসটা অত্যন্ত আনন্দের এবং গৌরবের। কারণ আমরা একসাথে ধর্ম উদযাপন করছি। সবাই অত্যন্ত সুশৃংখলভাবে পুণ্যস্নান করছে। আইন শৃংখলা বাহিনী ও সেচ্ছাসেবীরা নিরাপত্তায় নিয়োজিত রয়েছে।
জেলা প্রশাসক সাবেত আলী মেলার উদ্বোধন করেন। তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে তাদের পূজা অর্চনা করতে পারে, পুণ্যস্নান করতে পারে এ জন্য সকল উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল