গভীর বঙ্গোপসাগর এবং নদ-নদীতে জীবিকার তাগিদে মাছ শিকারত অবস্থায় ঘূর্ণিঝড়ে নিখোঁজ জেলে পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার (২৬ মার্চ) বিকাল ৫টার দিকে উপজেলা পরিষদের মুক্তমঞ্চে এ সহায়তা প্রদান করা হয়।
শফিকুল ইসলাম খোকনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রোকনুজ্জামান খান। বিশেষ অতিথি ছিলেন পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক, পৌর বিএনপির সদস্য সচিব মুহা. ইসমাইল শিকদার এসমে, সংকল্প ট্রাস্টের নির্বাহী পরিচালক মির্জা শহিদুল ইসলাম খালেদ।
আরও উপস্থিত ছিলেন পাথরঘাটা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. ছগির হোসেন, পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি আমিন সোহেল, সাধারণ সম্পাদক নজমুল হক সেলিম,উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও নিখোঁজ জেলে তালিকা সম্বলিত স্মৃতি ফলকের অন্যতম উদ্যোক্তা শফিকুল ইসলাম খোকন, জিয়াউর রহমান ফাহিম প্রমুখ।
পাথরঘাটা উপজেলার ৭ টি ইউনিয়ন ও একটি পৌরসভার সিডরে নিহত ও ১৯৯৩ সাল থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত ১৮৮ জেলে পরিবারের মাঝে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ