নাশকতাসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাসকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
লক্ষ্মীপদকে বুধবার (২৬ মার্চ) সকালে বান্দরবান সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাতেমা তুজ জোহরার আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বান্দরবান জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি বলেন, ঢাকায় গ্রেপ্তার হবার পর বুধবার সকালে তাকে বান্দরবান নিয়ে আসা হয়। দুপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে প্রাথমিক শুনানী শেষে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
পুলিশের মুখপাত্র জানান, গ্রেপ্তার হওয়া লক্ষ্মীপদ দাশের বিরুদ্ধে বান্দরবানে ৫টি মামলা রয়েছে। ছাত্র-জনতার আন্দোলনের উপর সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে এসব মামলা হয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার (২৪ মার্চ) ভোরে ঢাকায় পুলিশের বিশেষ অভিযানে কেরানীগঞ্জ এলাকা থেকে লক্ষ্মীপদ দাশকে গ্রেপ্তার করা হয়।
বিডি প্রতিদিন/জামশেদ