বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসার মধ্যে দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে।
বুধবার (২৬ মার্চ) ভোরে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসটির সূচনা করা হয়। পরে শহরের ফারুকী পার্কস্থ শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে রাষ্ট্রের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম। পুলিশের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন। এরপর গার্ড অব অনারের মাধ্যমে বীর শহীদদের শ্রদ্ধা জানান জেলা প্রশাসক ও অতিরিক্ত পুলিশ সুপার।
পরে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি, প্রেস ক্লাবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তরসহ সামাজিক ও সাংস্কৃতি সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন। পরে সর্বসাধারনের জন্য শহীদ বেদী উন্মুাক্ত করা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ