পলিথিন ও প্লাস্টিক দূষণ এবং ক্ষতিকর দিক নিয়ে বিভিন্ন ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকাল ১০টার দিকে পাথরঘাটা উপজেলা পরিষদের হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তরের ইকো সুন্দরবন প্রকল্পের আওতায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রোকনুজ্জামান খান।
উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আইনজীবী মনোজ কুমার কীর্তনিয়া, পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক, চরদুয়ানী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান কামরুল ইসলাম, পৌর বিএনপির সদস্য সচিব এসমাইল হোসেন এসমে শিকদার, রুপান্তরের আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী খলিলুর রহমান, ইকো সুন্দরবন প্রকল্পের জেলা সমন্বয়কারী অনুপ রায়সহ পাথরঘাটা উপজেলার হাট বাজারের অর্ধশত ব্যবসায়ী।
সভায় প্লাস্টিক ও পলিথিনের ব্যবহারে সচেতন হতে হবে পাশাপাশি কোম্পানি বন্ধ করে ওই কোম্পানিতে প্লাস্টিক ও পলিথিনের বিকল্প পন্য তৈরি তৈরি করতে হবে। তা নাহলে আস্তে আস্তে পরিবেশ আরও ভয়াবহ হবে। বিকল্প পদ্ধতি তৈরি করেই এই কোম্পানিগুলো বন্ধ এবং যাতে করে কর্মীরা বেকার হয়ে না যায় এমন পরামর্শ দেন উপস্থিত ব্যবসায়ীরা।
পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রোকনুজ্জামান খান বলেন, প্লাস্টিক ও পলিথিন আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্যের হাতিয়ার হিসেবে ব্যবহার হচ্ছে। এতো তাড়াতাড়ি নির্মূল করা যাবে না, তবে আগে সচেতন হতে হবে। আইন যথাযথ ভাবে বাস্তবায়ন করতে হবে এবং সকলকে এগিয়ে আসতে হবে।
বিডি প্রতিদিন/এএ