জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘আগামীর বাংলাদেশে কোনও দলের নাম বা মার্কা দেখে ভোট দেবেন না। কথা ও কাজের মিল রেখে যারা কাজ করছে তাদেরই আগামীতে ভোট দেবেন। ব্যক্তিস্বার্থ ছাড়া কাজ করলেই এগিয়ে যাবে দেশ।’
তিনি বলেন, এতদিন ধরে এই বাংলাদেশে নেতারা সাধারণ মানুষকে ব্যবহার করেছেন। বাংলাদেশের সিস্টেমে যে অন্যায়-অত্যাচার-জুলুম-চাঁদাবাজি-সিন্ডিকেট-এগুলোর বিরূদ্ধে এনসিপি সর্বদা প্রতিরোধ গড়ে তুলবে।
তিনি আজ সোমবার (২৪ মার্চ) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ বিজয় চত্ত্বরে পথসভায় এসব কথা বলেন। এ সময় জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
এর আগে সারজিস রাজধানী থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দর নেমে পঞ্চগড়ের উদ্দেশ্যে গাড়ি বহর নিয়ে দেবীগঞ্জে আসেন। আজ পঞ্চগড়ের পাঁচ উপজেলায় পথসভা শেষে তার নিজ উপজেলা আটোয়ারিতে ইফতার মাহফিলে যোগ দেওয়ার কথা রয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ