রমজানে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে সোমবার ২৪ মার্চ সকালে বান্দরবান প্রধান বাজারে এক অভিযান পরিচালনা করেছে জেলার বিশেষ টাস্কফোর্স কমিটি।
বান্দরবানের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শামীম আরা রিনি এতে নেতৃত্ব দেন। পরে জেলা প্রশাসকের চেম্বারে বান্দরবান জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়।
বান্দরবানের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও টাস্কফোর্স কমিটির সভাপতি এস এম হাসান, কমিটির সদস্য অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ সরদার, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নবাব আলী, কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বান্দরবান জেলা শাখার সভাপতি মনিরুল ইসলাম মনুসহ কমিটির সদস্যবৃন্দ ও ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারক ও পর্যালোচনার জন্য বাণিজ্য মন্ত্রণালয় প্রতিটি জেলায় এ বিশেষ টাস্কফোর্স কমিটি গঠন করে।
বিডি প্রতিদিন/জামশেদ