অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, বাংলাদেশে আর ফ্যাসিস্টদের আস্তানা করতে দেব না। এটা আমাদের অঙ্গীকার।
তিনি আরও বলেন, আর কাউকে ভোট ডাকাতির রাজত্ব কায়েম ও দিনের ভোট রাতে করার সুযোগ দেব না, এটাও আমাদের অঙ্গীকার।
শুক্রবার (২১ মার্চ) বিকালে ঝিনাইদহের শৈলকুপায় কবিরপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে নাগরিক সমাজ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অ্যাটর্নি জেনারেল বলেন, ১৬ বছরে অনেক আওয়ামী লীগ নেতাকর্মী হালুয়া-রুটির ভাগ পায়নি। কিন্ত শেখ পরিবারের সদস্যরা হাজার-হাজার কোটি টাকার মালিক হয়েছে। ৫ আগস্টের আগে তারা বুঝতে পেরেছিল বাংলাদেশে তারা আর নিরাপদে থাকতে পারবে না। এরপরই তারা দেশ থেকে নিরাপদে পালিয়ে গেছে।
তিনি বলেন, বাংলাদেশে প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রী তার নেতা-কর্মীদের বিপদের মুখে রেখে নিজের পরিবারের সদস্যদের নিয়ে পালিয়ে গেছে।
ইফতার মাহফিলে শৈলকূপা সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মজিদ, উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/নাজিম