সিরাজগঞ্জে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য-দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর আয়োজনে জেলা শহরের মডেল মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার পূর্ব আলোচনা সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, হাসিনা অহংকার করেছিল। তাই আল্লাহ তার বিচার করেছেন। তাকে রাজপ্রাসাদের খাবার রেখে পালিয়ে যেতে হয়েছে। তাই কেউ অহংকার করবেন না। আল্লাহর প্রতি আনুগত্য রেখে দৈনন্দিত কার্যক্রম পরিচালনা করবেন।
আলোচনা সভার পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ছাত্র-জনতা এবং স্বৈরাচার হাসিনার আমলে নিহত শহীদদের আত্মার মাগফেরাত এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য-দীর্ঘায়ূ কামনায় দোয়া বিশেষ দোয়া করা হয়।
দোয়া মাহফিলে শহর বিএনপির সাধারণ সম্পাদক মুন্সী জাহিদ আলম, জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আনোয়ার হোসেন রাজেশ, ছাত্রদলের সভাপতি জোনায়েদ আহমেদ সবুজসহ মসজিদের ইমাম, খতিব ও মুয়াজ্জিনসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/শআ