নরসিংদী মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সেবা নিতে আসা প্রসূতি মায়ের কাছ থেকে ঘুষ নিয়ে পরবর্তীতে ফেরত দেওয়ার ঘটনায় সোমবার তদন্ত কমিটি হয়েছে। দুই সদস্যের কমিটিতে রয়েছেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা একেএম মুনিম আহাম্মেদ সজীব এবং বেলাব উপজেলার মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডা. মো. মেহেদী হাসান।
কমিটিকে আগামী ১৫ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। পরিবার পরিকল্পনা অধিদফতরের নরসিংদীর এডিসিসি ডা. মো. মঞ্জুরুল আলম এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, নরসিংদী সদরের বিশেষায়িত ওই হাসপাতালে বুধবার রাত সাড়ে তিনটায় শাহিনুর আক্তার নামে এক প্রসূতি মায়ের নরমাল ডেলিভারি হয়। সন্তান জন্মের পর তাকে আটকে রেখে চার হাজার দুইশ ৫০ টাকা ঘুষ নেন পরিবার কল্যাণ পরিদর্শিকা লিছা বেগম। খবর পেয়ে গণমাধ্যম কর্মীরা যোগাযোগ করলে বৃহস্পতিবার বিকাশের মাধ্যমে ভিকটিমের টাকা ফেরত দেন পরিদর্শিকা লিছা।
এ নিয়ে শুক্রবার গণমাধ্যমে ‘বিনামূল্যের ডেলিভারি চার্জ ৫ হাজার টাকা’, ঘুষের টাকা ফেরত দিলেন পরিদর্শিকা লিছা’ শিরোনামে সংবাদ প্রকাশ হলে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে। এ দিকে অভিযুক্ত লিছাকে বাঁচাতে অপর এক পরিবার কল্যাণ পরিদর্শিকা উর্ধ্বতন কর্মকর্তাদের অফিসে দৌঁড়ঝাপ দিচ্ছেন বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/জামশেদ