জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম নির্বাচন কমিশনে রাখার দাবিতে লক্ষ্মীপুরে ‘স্ট্যান্ড ফর এনআইডি’ কর্মসূচি পালন করা হয়েছে। আজ বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত নির্বাচন কমিশন (ইসি) কর্মীরা নিজেদের কার্যালয়ের সামনে দাবি আদায়ের লক্ষ্যে অবস্থান কর্মসূচি পালন করেন।
এসময় জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুর রশিদ ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আতিকুল ইসলাম জানান, জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম অন্য মন্ত্রণালয়ে স্থানান্তরিত করা হলে সেবা কার্যক্রম ব্যাহত হবে, গ্রাহকদের ভোগান্তি বাড়বে, এতে ভোটার তালিকার নিরপেক্ষতা বজায় থাকবেনা। অবিলম্বে কার্যকর পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
বিডি প্রতিদিন/এএ