পবিত্র রমজান মাসে দিনাজপুরের বোচাগঞ্জে এক টাকা লাভে প্রতিটি পণ্য বিক্রি করছে এক ব্যবসা প্রতিষ্ঠান। সেখান থেকে প্রয়োজনীয় পণ্য কিনে স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারা।
দুই শতাধিক প্রয়োজনী সামগ্রী মাত্র ১ টাকা লাভে বিক্রি করছে ব্যবসা প্রতিষ্ঠান এস এ ট্রেডার্স। বর্তমানে সেতাবগঞ্জ পৌর শহরের এই দোকানটি ১ টাকা লাভের দোকান বলে বেশী পরিচিতি লাভ করেছে।
মাত্র এক টাকা লাভে যে কোন পণ্য বিক্রয়ের মাধ্যমে দোকানটি পবিত্র রমজান মাস শুরু করেছে। যেমন সেমাই (খোলা) ৫৯ টাকা ক্রয় ৬০ টাকা বিক্রয়, দেশী বুট ৯৭ টাকা ক্রয় ৯৮ টাকা বিক্রয়, চিনি ১১৭ টাকা ক্রয় ১১৮ টাকা বিক্রয়, সয়াবিন তৈল (খোলা) ১৮৬ টাকা ক্রয়, ১৮৭ টাকা বিক্রয়, মুড়ি ৭২ টাকা ক্রয়, ৭৩ টাকা বিক্রয় করাসহ নিত্যপ্রয়োজনী চাল, ডাল, তেল, লবনসহ সকল সামগ্রী এক টাকা লাভেই বিক্রি করা হচ্ছে।
জলিল আলী নামে এক ক্রেতা বলেন, এক টাকা লাভের দোকানে পণ্য কিনে অনেক শান্তি, কোন দরদাম করতে হয় না। অন্যান্য দোকানের চেয়ে দাম অনেক কম।
রিক্সা চালক আমজাদ হোসেন বলেন, ‘এরকম দোকান বারোমাস চালালে ভালো হয়, তাহলে জিনিসপত্র কিনে ঠকবো না।’
এস এ ট্রেডাসের স্বত্তাধীকারী মো. নাজমুল ইসলাম বলেন, হালাল ব্যবসাই হচ্ছে উত্তম ব্যবসা। আমি ১১ মাস হালাল ব্যবসা করে যে আয় করেছি তা দিয়ে ১ মাস অর্থাৎ রমজান মাস চলতে পারবো ইনশাল্লাহ। তাই আমার ব্যবসা প্রতিষ্ঠানে ২০০ এর অধিক পণ্য সামগ্রী পহেলা রমজান থেকে মাত্র ১ টাকা লাভে বিক্রি করছি।
বিডি প্রতিদিন/জামশেদ