ধর্ষণের বিরুদ্ধে পঞ্চগড়ে পৃথকভাবে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীরা। এ সময় নারীর প্রতি সহিংসতা বন্ধ ও ধর্ষকদের শনাক্ত করে গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
আজ সোমবার (১০ মার্চ) দুপুরে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ রোডের ডোকরোপাড়া থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একটি প্রতিবাদী বিক্ষোভ মিছিল বের হয়। এরপর মিছিলটি শহরের শেরে বাংলা পার্ক কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রতিবাদ জানিয়ে সারাদেশের ধর্ষণের ঘটনায় জড়িতদের বিচারের দাবি তোলা হয়।
এ সময় বক্তব্য রাখেন আনিকা তাবাসসুম তুবা, সুমাইয়া আক্তার শশী, মারজিনা মাহি, জেবিন প্রমুখ। সাধার শিক্ষার্থীদের এই বিক্ষোভ মিছিলে বৈষম্যবিরোধী ছাত্র সমাজের নেতৃবৃন্দ যোগ দেন।
অন্যদিকে মাগুরায় আট বছরের শিশু ধর্ষণের ঘটনায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ শাখা। এতে কলেজ শাখার নেতাকর্মী ও শিক্ষার্থীদের পাশাপাশি উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেক ও সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান।
বিডি প্রতিদিন/জামশেদ