কুড়িগ্রামে জেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক নুসরাত সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এসএম কুদরত ই খুদা, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা জামায়াতের সেক্রেটারি নিজাম উদ্দিন এবং প্রেসক্লাব সাধারণ সম্পাদক খন্দকার মাহফুজার রহমান টিউটরসহ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা।
সভায় জেলা প্রশাসক নুসরাত সুলতানা জেলার আইন-শৃঙ্খলা বিষয়ে, রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে ভূমিকা, মাদকের বিরুদ্ধে অবস্থান, শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকাণ্ড ও বিভিন্ন পর্যায়ে দুর্নীতিসহ নানা বিষয়ের কর্মকাণ্ড নিয়ে জেলা ও উপজেলা কর্মকর্তাদের সাথে আলোচনা করে সন্তুষ্টি প্রকাশ করেন। এছাড়াও কর্মকর্তাদের আগামীতে আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।
বিডি প্রতিদিন/জামশেদ