পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের সাথে স্টক হোল্ডার এবং বিভিন্ন বাজার কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে নরসিংদী চেম্বার অব কমার্সের হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নরসিংদী চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রাশেদুল হাসান মিন্টুর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল কাইউম মোল্লা, ভাইস প্রেসিডেন্ট হাসিব মোল্লা, নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকার, চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক নাজমুল ভূইয়া, চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির দেলোয়ার হোসেন দুলাল, নাসির আহমেদ রিগানসহ বাজারের বিভিন্ন ব্যবসায়ীরা।
মতবিনিময় সভায় ব্যবসায়ীরা নিত্য প্রয়োজনীয় দ্রব্য তেল, চাল, ডালসহ বিভিন্ন জিনিসের দাম কী কারণে বাড়ছে, কীভাবে মানুষের ক্রয়-ক্ষমতার মধ্যে রাখা যায়, সে সব বিষয় নিয়ে আলোচনা করা হয়। প্যাকেটের নির্ধারিত মূল্যে বিক্রি, মজুদ না করার জন্য ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়। এসময় চেম্বারের পক্ষ থেকে বাজার মনিটরিং টিম বাজার পরিদর্শন করবে বলে জানানো হয়। এ ছাড়া আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রশাসনের সাথে মিলে ব্যবসায়ীরা কাজ করবে বলে জানানো হয়।
বিডি প্রতিদিন/এমআই