মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি গরুর খামারে বিষ খাইয়ে ৯টি গরু হত্যা করার অভিযোগ উঠেছে।
গত বৃহস্পতিবার রাতে উপজেলাধীন পশ্চিম রামনগর গ্রামে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় খামার মালিক সুলেমান আহমদ শুক্রবার প্রতিবেশী রমজান মিয়া ও তার ছেলে মনিরের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। পুলিশ বৃহস্পতিবার রাতেই রমজান ও মনিরকে আটক করে।
অভিযোগ থেকে জানা যায়, গত মঙ্গলবার প্রতিবেশী রমজান মিয়ার একটি ছাগল সুলেমানের জমির ধান খেয়ে ফেলে। এতে সুলেমান ছাগলটিকে ধরে খোয়াড়ে দেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিশোধ নেওয়ার হুমকি দেন রমজান।
গত বৃহস্পতিবার সকাল ৬টায় সুলেমান খামারে গিয়ে দেখেন দুটি গরু মরে গেছে। সঙ্গে সঙ্গে তিনি পশু ডাক্তারকে খবর দেন। ডাক্তার এসে পরীক্ষা করে বলেন, গরুগুলোকে বিষ খাওয়ানো হয়েছে। তখন অন্য গরুগুলোকে প্রতিষেধক দেওয়া হয়। তারপরও একে একে রাত পর্যন্ত খামারের আরও ৭টি গরু মারা যায়। সুলেমানের খামারে ২০টি গরু ছিল।
খামার মালিক সুলেমান আহমদ বলেন, খামারে গরুর খাবারের সঙ্গে বিষ মিশিয়ে তার ৯টি গরু মারা হয়েছে। এতে তার অনেক আর্থিক ক্ষতি হয়েছে। তিনি ঋণ নিয়ে খামার করেছিলেন।
শ্রীমঙ্গল উপজেলার প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের ডা. সাবিনা ইয়াসমিন জানান, ময়নাতদন্তের সব আলামত সংগ্রহ করা হয়েছে। বিষক্রিয়ার কারণে গরুগুলো মারা যেতে পারে।
শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম বলেন, এই ঘটনায় মামলা হয়েছে। আমরা দুজনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছি।
বিডিপ্রতিদিন/কবিরুল