চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ইছামতী নদীর পাড়ের বিল থেকে বিভিন্ন প্রজাতির পাখি মেরে বস্তায় ভরে নিয়ে যাওয়ার সময় তিনজনকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার সদর থেকে পাখি মারা চক্রটিকে আটক করে আনোয়ারা থানার পুলিশ।
আটককৃতরা হলেন- পটিয়া উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের আজমউল্লা পাড়া এলাকার মো. ছৈয়দুল আলম (৬০), মহরী পাড়া এলাকার মো. ইদ্রিস (৬৫) ও শামসুল সওদাগরের পুরাতন বাড়ির মো. সোহেল (৩০)।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গাড়ি তল্লাশি করে তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৩৫টি শালিক পাখি, ৪২২টি চড়ুই পাখি এবং ১৪০টি বাবুই পাখিসহ সর্বমোট ৬৯৭টি জবাই করা পাখি উদ্ধার করা হয়। আটকৃতদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ