ফরিদপুরের সালথায় মো. গিয়াস উদ্দিন মাতুব্বর (৫০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন।
সোমবার (৩ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের নিজ বাড়িতে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. গিয়াস উদ্দীন মাতুব্বর সালথা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
তিনি ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের আওয়ামী লীগের সাবেক এমপি শাহদাব আকবর লাবু চৌধুরীর সহযোগী ছিলেন।
সালথা থানার ওসি (তদন্ত) মো. মারুফ হাসান রাসেল বলেন, দ্রুত বিচার আইনের একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন গিয়াস। সোমবার সকালে খবর পেয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৬ ডিসেম্বর সালথা কলেজ মাঠে শামা ওবায়েদের পক্ষে একটি জনসভার আয়োজন করে স্থানীয় বিএনপি। ওই জনসভায় হামলা চালায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় শামা ওবায়েদের গাড়িও ভাঙচুর করা হয়।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শামা ওবায়েদের গাড়ি ভাঙচুরের ওই ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের ৮২ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০০-৩০০ জনকে আসামি করে সালথা থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন সালথা উপজেলা বিএনপির সদস্য আব্দুর রব মাতুব্বর। ওই মামলায় ৬০ নম্বর আসামি করা হয় গিয়াসকে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন