বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত সংলগ্ন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় স্থলমাইন বিস্ফোরণে মো. নুরুন্নবী (৪৮) নামে আরো এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণে তার বাঁ পা এর নিচের অংশ ছিন্ন-ভিন্ন হয়ে যায়।
শনিবার ১ মার্চ বিকেল পৌনে ৪টার দিকে বিজিবির নিকুছড়ি বিওপি’র আন্তর্জাতিক সীমান্ত পিলার নং ৪২ এর মিয়ানমার অভ্যন্তরে এ স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, আহত মো. নুরুন্নবী আনসার ভিডিপির একজন সদস্য বলে জেনেছি।
স্থানীয়দের উদ্ধৃত করে ইউএনও জানান, নুরুন্নবী পাখি শিকার করতে গিয়ে ভুলবশত মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ করেন। এসময় স্থলমাইনের উপর পা পড়লে সেটি বিস্ফোরিত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কক্সবাজার জেলার উখিয়ার মেডিসিন সান ফ্রন্টিয়ার (এমএসএফ) হাসপাতালে নিয়ে যায়।
এর আগে গত ১৪ ফেব্রুয়ারি নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের আমতলী এলাকার ওপারে মিয়ানমারের অভ্যন্তরে চোরাই পথে গরু আনতে গিয়ে মোহাম্মদ সিরাজুল ইসলাম স্থলমাইন বিস্ফোরণের কবলে পড়েন।
বিডি প্রতিনিধি/হিমেল