রংপুরে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে করা মামলায় স্কুল শিক্ষক ফারুক হোসেন শাহকে (৫৪) গ্রেফতার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ফারুক হোসেন নগরীর ৮নং ওয়ার্ডের বদির উদ্দিন শাহার ছেলে এবং বধুকমলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৩ ফেব্রুয়ারি বধুকমলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ছুটির আগে শিক্ষার্থীরা মাঠে খেলা করছিল। এই সুযোগে সহকারী শিক্ষক ফারুক হোসেন ওই ছাত্রীকে শ্রেণিকক্ষে ডেকে নিয়ে শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দেন। বিষয়টি জানতে পেরে পরদিন ওই ছাত্রীর বাবা-মাসহ এলাকাবাসী ওই শিক্ষকের বিচার চেয়ে স্কুলে বিক্ষোভ করতে থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে।
এ ঘটনায় সোমবার রাতে মেয়েটির মা বাদী হয়ে হারাগাছ থানায় ফারুক হোসেনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
হারাগাছ থানার ওসি মমিনুল ইসলাম সোহেল বলেন, অভিযুক্ত শিক্ষক ফারুক হোসেনকে সোমবার রাতে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার আদালতে নেওয়া হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
বিডি প্রতিদিন/জামশেদ