অপারেশন ‘ডেভিল হান্ট’ এর আওতায় বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন পাথরঘাটা ও পুলিশের সমন্বয়ে পাথরঘাটা ও আশপাশের এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। এতে তিন ব্যক্তিকে আটক করা হয়।
গতকাল সোমবার বিকাল ৫ টা থেকে রাত সাড়ে ১১ টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলেন, মো. রোমান (৩৫), হাফিজুর রহমান মনির (৪৫) এবং মো. কবির (৪৪)।
কোস্টগার্ডের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা যায়, অভিযানে আটককৃত ব্যক্তিরা সবাই ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মী। পরবর্তীতে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়।
বিডি প্রতিদিন/জামশেদ