সারা বাংলাদেশের আউটসোর্সিং কর্মচারীদের ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে হামলার বিচার ও চাকরিচ্যুত কর্মচারীদের পুনর্বহালের দাবিতে গাইবান্ধায় কর্মবিরতি পালন করা হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০ টা থেকে শহরের গানাসাসের সমানে রাকাব আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ গাইবান্ধা এ কর্মবিরতি পালন করে।
এতে বক্তব্য দেন রংপুর-রাজশাহী বিভাগের রাকাব আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম সাজ, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহারুল প্রধান, সহপ্রচার সম্পাদক আহসান হবীব প্রমুখ।
বক্তারা ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ প্রশাসনের অতর্কিত, বর্বর, অমানবিক হামলার বিচারের দাবি জানান। সেই সঙ্গে চাকরিচ্যুত কর্মচারীদের পুনর্বহালসহ চাকরি স্থায়ীকরণের দাবি জানানো হয়।
বিডি প্রতিদিন/হিমেল