সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে চারটি বারকি নৌকাসহ একজনকে আটক করা হয়েছে। গতকাল দুপুরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ। আটক সিরাজী (৪৫) কোম্পানীগঞ্জ থানার কোম্পানীগঞ্জ গ্রামের আছদ্দর আলীর ছেলে। জানা যায়, ধলাই নদী থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। এতে ঝুঁকির মুখে পড়েছে ধলাই সেতু।