সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে ডাকাতির ঘটনায় দুজনকে আটক করেছে র্যাব। সোমবার বিকালে কড্ডার মোড় ও সয়দাবাদ এলাকা থেকে তাদের আটক করেন র্যাব-১২ এর সদস্যরা। আটক ব্যক্তিরা হলেন- সদর উপজেলার মোহনপুর গ্রামের বাবু (৩৪) ও নতুন সয়দাবাদ গ্রামের সাহা (২৯)। র্যাব-১২ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ জানান, ৩ অক্টোবর রাতে যমুনা সেতুর পশ্চিম মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে ডাকাতির ঘটনার ঘটে। এতে নারীসহ পাঁচজন আহত হন। দেশীয় অস্ত্রে সজ্জিত ১৪-১৫ জনের ডাকাতদল প্রাইভেট কারটি ভাঙচুর ও যাত্রীদের মারধর করে মালামাল লুট করে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।