পুলিশ ও র্যাব অভিযান চালিয়ে সাগর দাস আকাশ নামের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে। বুধবার দিবাগত রাতে গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাগর দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার ঘাটপাড়া এলাকার বাসিন্দা। সাজা থেকে বাঁচতে তিনি গাজীপুরের একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ জানায়, সাগর ২০২১ সালে গাইবান্ধার গোবিন্দগঞ্জে হেরোইন বিক্রির সময় পুলিশের হাতে আটক হন। এ সময় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। তিন বছর কারাগারে থাকার পর জামিনে মুক্তি পেয়ে তিনি পলাতক ছিলেন। আদালতে দীর্ঘ শুনানি শেষে চলতি বছরের মার্চ মাসে সাগরকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন গাইবান্ধার আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেন।