বরিশালের আগৈলঝাড়ায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার রাতে উপজেলার রাজিহার ইউনিয়নের বাশাইল গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশু ওই গ্রামের যতীন বিশ্বাসের মেয়ে অঙ্কিতা বিশ্বাস (৬)। জানা গেছে, শিশুটি খেলতে খেলতে সবার অগোচরে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।