ঘাসভর্তি ভ্যানে পাচারকালে বগুড়ার সোনাতলা উপজেলার বোচারপুকুর থেকে ৩৫ কেজি গাঁজাসহ দুজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এদিকে শেরপুর উপজেলার শ্রীরামপুর থেকে ৬১০ বোতল মদ উদ্ধার করেছে ডিবি। শুক্রবার রাতে এসব মাদকসহ তাদের আটক করা হয়। আটকরা হলেন-গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শারমারা গ্রামের আমিনুর রহমান শেখ (৩৫) ও ময়নুল হক (৩৩)। তাদের বিরুদ্ধে সোনাতলা থানায় মামলা করা হয়েছে। এদিকে শেরপুর উপজেলার শ্রীরামপুর এলাকায় অভিযান চালিয়ে ৬১০ বোতল মদ উদ্ধার করেছে ডিবি।