কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটায় ডোবার পানিতে ডুবে আয়শা খাতুন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার বল্লভের খাষ ইউনিয়নের চর মাদারগঞ্জের একটি ডোবার পানিতে ডুবে তার মৃত্যু হয়। জানা যায়, আয়শা রংপুরের মিঠাপুকুরের বেলগাছা এলাকার রনজু মিয়ার মেয়ে। সে নাগেশ্বরীর চর মাদারগঞ্জে নানার বাড়ি বেড়াতে এসেছিল। ওসি লুৎফর রহমান জানান, অভিযোগ না থাকায় শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।