হবিগঞ্জে গতকাল পৃথক সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন। একই দিন রংপুর, ঝিনাইদহ, নোয়াখালী ও কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন এক পর্যটকসহ আরও চারজন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-
হবিগঞ্জ : ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জে গতকাল সকালে মহাসড়ক পার হওয়ার সময় সিলেটগামী সৌদিয়া পরিবহনের একটি বাস চাপায় মা-ছেলের মৃত্যু হয়েছে। তারা হলেন, বানিয়াচং উপজেলার সাগরদীঘি পশ্চিমপাড় গ্রামের শামীমা আক্তার ও তার ছেলে তৌকির আহমেদ (৫)। এর আগে ভোরে বাহুবলের হাফিজপুরে বাস ও কাভার্ডভ্যান সংঘর্ষে ফুরকান আলীর নামে একজনের মৃত্যু হয়। এ ছাড়া শায়েস্তাগঞ্জে ট্রাক চাপায় মারা যান জয়ংকর রায়।
রংপুর : রংপুরে গতকাল যাত্রীবাহী বাসের চাপায় ফাতেমা বেগম (৬০) নামে এক অটোভ্যান যাত্রীর মৃত্যু হয়েছে।
ঝিনাইদহ : কোটচাঁদপুর শহরে বিকালে ট্রাক, মোটরসাইকেল ও ইজিবাইক সংঘর্ষে মোটরসাইকেল চালক রাজা মিয়া (৩৫) মারা গেছেন।
নোয়াখালী : সোনাইমুড়ীর নাওতলায় দুপুরে মারা গেছেন বাসচালক বেলায়েত হোসেন (৪৯)।
বুড়িচং (কুমিল্লা) : কুমিল্লার কাটা জাঙ্গাল এলাকায় সকালে ট্রাকচাপায় রাসেল (৩২) নামে এক প্রবাসী মারা গেছেন।