নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের গোদনাইলে রয়েল টোবাকো কোম্পানিতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এ সময় কোম্পানির মালিক মহারাজ হোসেনকে (৫২) ২ লাখ টাকা জরিমানা এবং এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। গতকাল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১১-এর এএসপি আল মাসুদ খান। সোমবার র্যাব-১১, জেলা প্রশাসন এবং নরসিংদী কাস্টমস একসাইজ ও ভ্যাট এ অভিযান পরিচালনা করেন। জানা যায়, রয়েল টোবাকো কোম্পানি রয়েল টোবাকো সিগারেট তৈরি করে আসছিল। কোম্পানিটি আগের ব্যবহৃত সিগারেটের ট্যাক্স লেভেল নতুন প্যাকেটে লাগিয়ে বাজারজাত করত। প্রতিষ্ঠানটি সরকারি ট্যাক্স ফাঁকি দেওয়ায় মালিককে জেল ও জরিমানা করা হয়।