বিশ্বজুড়ে জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটি এবার আরও উন্নত রূপে হাজির। ওপেনএআই সম্প্রতি চালু করেছে অ্যাপ ইন্টিগ্রেশন নামের নতুন এক ফিচার, যার মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি তাদের প্রিয় অ্যাপগুলোর সঙ্গে চ্যাটজিপিটিকে যুক্ত করতে পারবেন। ফলে আলাদা করে কোনো অ্যাপে না গিয়েই চ্যাটজিপিটিকে বললেই প্রয়োজনীয় কাজ সম্পন্ন হবে।
উদাহরণস্বরূপ, আপনি যদি স্পটিফাই অ্যাকাউন্ট যুক্ত করেন, তাহলে চ্যাটজিপিটিকে বললেই সে কয়েক সেকেন্ডের মধ্যে আপনার পছন্দের গানের একটি প্লেলিস্ট তৈরি করে সরাসরি স্পটিফাইয়ে যোগ করবে।
কীভাবে কাজ করবে
এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা স্পটিফাই, ক্যানভা, ফিগমা, বুকিং ডটকম, এক্সপিডিয়া, কোর্সেরা ইত্যাদি অ্যাপ চ্যাটজিপিটির সঙ্গে সংযুক্ত করতে পারবেন।
ধাপে ধাপে প্রক্রিয়াটি হলো—
প্রথমে চ্যাটজিপিটি প্লাস অ্যাকাউন্টে লগইন করুন।
প্রয়োজনীয় অ্যাপের নাম লিখুন—যেমন Spotify বা Canva।
চ্যাটজিপিটির দেওয়া নির্দেশনা মেনে লগইন ও কানেক্ট করুন।
একসঙ্গে একাধিক অ্যাপ যোগ করতে চাইলে সেটিংসের App & Connectors মেনু থেকে সব অ্যাপ একসাথে যুক্ত করতে পারবেন।
তবে মনে রাখতে হবে, কোনো অ্যাপ সংযুক্ত করলে চ্যাটজিপিটি সেই অ্যাপের নির্দিষ্ট কিছু ব্যক্তিগত তথ্য ব্যবহারের অনুমতি পায়। যেমন স্পটিফাই যুক্ত করলে আপনার প্লেলিস্ট ও শোনা গানের ইতিহাসের তথ্য অ্যাক্সেস করতে পারবে চ্যাটজিপিটি। তাই প্রতিটি অ্যাপ যুক্ত করার আগে শর্তাবলি ভালোভাবে পড়ে নেওয়া জরুরি।
ডিজাইনারদের জন্য ক্যানভা ও ফিগমা
গ্রাফিক ডিজাইন বা প্রেজেন্টেশন তৈরির কাজে যারা যুক্ত, তাদের জন্য এই ফিচার দারুণ সুবিধা দেবে। ক্যানভা ইন্টিগ্রেশনের মাধ্যমে চ্যাটজিপিটিকে নির্দেশ দিলেই এটি নির্দিষ্ট রং, ফন্ট ও থিম অনুযায়ী ডিজাইন তৈরি করবে।
অন্যদিকে, ফিগমা ইন্টিগ্রেশনের সাহায্যে তৈরি করা যাবে প্রোডাক্ট রোডম্যাপ, ডায়াগ্রাম কিংবা ফ্লোচার্ট।
ভ্রমণ পরিকল্পনায় সহায়তা
চ্যাটজিপিটিতে এখন যুক্ত করা যাবে বুকিং ডটকম ও এক্সপিডিয়া অ্যাকাউন্টও। এর মাধ্যমে আপনি চাইলে শুধু ভ্রমণের সময় ও স্থান জানালেই চ্যাটজিপিটি হোটেল, ফ্লাইট, রুমসহ সব কিছু সাজিয়ে পরামর্শ দেবে। ফলে ভ্রমণ পরিকল্পনা এখন আরও সহজ হয়ে উঠবে।
পড়াশোনায় কোর্সেরা
অনলাইন শেখার সুযোগ খোঁজেন যাঁরা, তাঁদের জন্য আছে কোর্সেরা ইন্টিগ্রেশন। উদাহরণস্বরূপ, আপনি যদি ইন্টারমিডিয়েট লেভেলের কম্পিউটার কোর্স খুঁজেন, তাহলে চ্যাটজিপিটি রেটিং, সময়কাল, খরচ ও বিষয়বস্তুসহ তুলনামূলক তথ্য দেখাবে। এমনকি কোন কোর্সে কী শেখানো হবে, সেটিও সংক্ষেপে জানাবে।
সবকিছু এক জায়গায়
চ্যাটজিপিটির এই নতুন অ্যাপ ইন্টিগ্রেশন ফিচার ব্যবহারকারীর ডিজিটাল জীবনকে আরও সহজ, দ্রুত ও স্বয়ংক্রিয় করে তুলবে। গান শোনা, ডিজাইন করা, ভ্রমণ পরিকল্পনা কিংবা অনলাইন শেখা—সব কাজ এখন এক জায়গা থেকেই করা সম্ভব। এতে সময় বাঁচবে, কাজের গতি বাড়বে এবং ব্যবহারকারীরা আরও স্বাচ্ছন্দ্য পাবেন।
সূত্র: টেকক্রাঞ্চ
বিডি প্রতিদিন/আশিক