গাজীপুরের শ্রীপুর উপজেলার দক্ষিণ ভাংনাহাটি এলাকায় একটি ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল ভোরে কামাল এন্টারপ্রাইজ নামে ঝুট গুদামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গুদামে রাখা প্রায় কোটি টাকার ঝুট পুড়ে গেছে বলে জানিয়েছেন গুদাম মালিক কামাল সরকার। ফায়ার সার্ভিসের পরিদর্শক মাহমুদুল হাসান জানান, আগুনে হতাহতের খবর পাওয়া যায়নি।